দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই ভাইরাসজনিত রোগে আরও দুইজন পুরুষের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স যথাক্রমে ৭২ ও ৫০ বছর।
একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৯ জন রোগী।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি—১০৭ জন বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১২ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৬ জন এবং সিলেটে ২ জন।
মন্তব্য করুন