ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা বাংলাদেশি নাগরিকদের ভারত ত্যাগের আহ্বান জানায়।
মন্তব্য করুন