ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন চিকিৎসকরা।
উক্ত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, এটি আমার জীবনের সবচেয়ে ট্রমাটিক দুর্ঘটনা।
নোরা বলেন, গতকাল শনিবার এই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হই আমি। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আমার গাড়িতে তিনি সজোরে ধাক্কা দেন। এতে গাড়ির ভেতরে ছিটকে আমার মাথা কাঁচের সঙ্গে লাগে। এখন আমি ঠিক আছি। তেমন বড় কোনো চোট নেই।
মন্তব্য করুন