নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় নেতারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
বেরোম ইয়ুথ মোল্ডার্স অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর সভাপতি ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, মঙ্গলবার গভীর রাতে একদল বন্দুকধারী খনি এলাকায় হামলা চালায়। স্থানীয়দের ধারণা, হামলাকারীরা সশস্ত্র ফুলানি মিলিশিয়ার সদস্য। হামলায় আহত পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ার এই অঞ্চলে দীর্ঘ দিন ধরে চলা জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বের ধারাবাহিকতায় এই নৃশংসতা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মন্তব্য করুন