গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (০১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারনত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতরের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বজ্রবৃষ্টি এবং ভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন